বছর জুড়ে করিলাম কত হেলা,
নববর্ষের শুরুতে চলে আসলো অমর একুশে বইমেলা ।
স্বাগতম তোমায় হে অমর একুশে বইমেলা,
বইমেলায় যে শতশত বইয়ের খেলা ।
আগুন জ্বালা,আগুন জ্বালা,হে তোরা আগুন জ্বালা,
স্বগতম তোমায় হে অমর একুশে বইমেলা ।
শহীদের রক্তে বইমেলা আজিকে লাল,
বইমেলাকে রাখিও মনে হে মহাকাল ।
কবি,সাহিত্যিক,বই,প্রকাশক ও পাঠকের মেলা,
তাহার নামই অমর একুশে বইমেলা ।
সবাইকে আমন্ত্রন জানাই অমর একুশে বইমেলায়,
আসো সবাই আজিকে মেতে উঠি সবাই বইয়ের খেলায় ।
পৃথিবীর বুকে অমর হয়ে থাকো তুমি একুশে বইমেলা,
তোমায় নিয়ে মোরা প্রতিবছর খেলবো এক স্বর্গীয় খেলা ।