জন্মভূমি মাগো তুমি কত সুন্দর,
তুমি যে পৃথিবীর বুকে চির ভাস্বর ।
ধান,গান আর সোনার দেশ তুমি,
সাহিত্য,সংস্কৃতি তুমি আমার জন্মভূমি ।
বিশ্ব রাজ্যের প্রান তুমি,পুষ্প রাজ্যের ঘ্রান তুমি,
তুমি আমার সোনার জন্মভূমি ।
অপরুপা সুন্দরী মাগো তুমি অপরুপা সুন্দরী,
তোমায় মোরা নতুন করে ৭১ এ বরন করি ।
পাক-পাখালির গানে গানে,
মাগো তোমার সূর টানে মধুর তানে ।
৭১ এ জন্ম তোমার,
পাক হানাদারদের করলা ছারখার ।
জন্মভূমি তুমি আমার মা,
তোমার বুকে কতশত শহর,আছে কত গাঁ ।
১৬ কোটি মানুষের তুমি যে মাতা,
তোমার সম্পদ মাগো হবেনা যে বৃথা ।
মাগো তোমায় মোরা মরন দিয়ে বরন করি,
প্রতি মূহুর্তে মূহুর্তে তোমায় মোরা স্মরন করি ।
জন্মভূমি মাগো তুমি কত সুন্দর,
তুমি যে পৃথিবীর বুকে চির ভাস্বর ।