বাস্তবতা অনেক কঠিন,মানে তাহার ভিন্য,
জীবন করে জ্বালাময়ী,কেড়ে নেয় সে অন্ন ।
বাস্তবতায় রাজা সেযে,বাস্তবতায় ফকির,
বাস্তবতায় কাফির,বাস্তবতায় জিকির ।
হাস্যোজ্জল মুখ তাহার কী অপরুপ,
বাস্তবতায় কান্না,কত সেযে দুখ ।
কল্পনাহীন সমুদ্রের মাঝে বাস্তবতায়,
সুন্দর জীবন অসুন্দর হয় বাস্তবতার নিষ্ঠুরতায় ।
প্রেমময় জীবন বাস্তবতায় প্রেমহীন,
বাস্তবতায় সকল সুখ হয়ে যায় বিলীন ।
বাস্তবতায় আলো,বাস্তবতায় ধূধূ অন্ধকার,
বাস্তবতায় শুন্য,বাস্তবতায় পাহাড় ।
বাস্তবতায় সৃষ্টি,বাস্তবতায় বিনাশ,
বাস্তবতায় জীবন,বাস্তবতায় লাশ ।