ভয় পেয়ে চুপ করে যাসনে,
শত সাহস রাখিস তোর প্রানে ।
আঘাত আসলে সামলে দিবি,
পড়িসনে তুই ভেঙ্গে হে কবি ।
তুই এই দুনিয়াকে অবাক করবি,
হে কবি তুই যে সবই পারবি ।
তোরে করুক ওরা শত অপমান,
তুই তোর চেষ্টা চালিয়ে যা আপ্রান ।
সৎ পথে চল,হইসনে তুই ভিক্ষুক,
নিন্দুকেরা হচ্ছে তোর জীবনের সবচেয়ে বড় শিক্ষক ।
থাকুক ওরা বড় লেখক থাকুক ওরা বড় কবি,
তুই যে একদিন নিশ্চয়ই বড় হবি ।