মম আকুল প্রান বেদনাতে ঝরে,
সব বেদনা নিয়ে নিলাম আমারই তরে ।
তোরে আমি মুক্ত করে দিলাম,
মুক্তির কান্ডারী তোর এতই দাম?
অস্বস্তিতে প্রান কী যাবে মোর মারা?
কেমন যেনো আজিকে আমি বড় দিশেহারা ।
আজিকে ফুলের ঘ্রান লাগে বড় দুর্গন্ধ,
চোঁখে শরষে ফুল আমি যে বড়ই অন্ধ ।
বৃষ্টির বারিধারা লবনের নীড়,
মোর প্রানে ধরেছে মরনের চিড় ।
আকুল প্রান ব্যকুল হয়ে উড়ে সে আকাশে,
রৌদ্রের করাতাপ মলিন হয় বাতাশে ।
বেদনার অশ্রু সাগরে ভরা,
মম জীবন আজ শুধুই যে খরা ।