অনেক মাস পরে যাবো আমি গ্রামে,
মা বাবাকে নিয়ে থাকবো কত আরামে ।
গ্রাম সেতো স্বর্গ,
এটাই আমার গর্ব ।
সতেজ শাকসবজি আর সিদ্ধ চালের ভাত,
কত মধুর দিন,কত মধুর সেতো রাত ।
গ্রামের হাটখোলা,
সেতো যাবেনা ভোলা ।
গ্রামের খেজুরের রসের পায়েস,
আহ কি মজা,খেতে কি দারুন আয়েস ।
মায়ের হাতের তৈরি পিঠাপুলি,
কত যে মজা তাহা যাবেনা ভুলি ।
এক সাথে বসে বাবার সাথে বলবো কত কথা,
এ হৃদয়ে আর থাকবেনা কোনো ব্যাথা ।
শহরে সব যাতা কলের পিষ্ট কষে,
গ্রামে অস্থির পরান ভরে উঠবে সবার কথার রসে ।
যাবো আমি গ্রামে যাবো,
বসে বসে আরামে আমি সব খাবো ।
দেখবো আমি গ্রামের সব চিরায়িত রুপ,
আহ! গ্রাম কী সুন্দর,কী অপরুপ ।