লেখার যা ছিল তাতো কবি সাহিত্যেকেরা লিখে ফেলেছেন,
আমি কি লিখবো?
বলার যা ছিল তাতো বক্তারা বলে ফেলেছেন,
আমি কি বলবো?
ছিল যা লেখার তা লিখে ফেলেছেন মনীষীগন,
আমি কি লিখবো তাতো জানেনা আমার মন ।
কলম হাতে নিলে,
অন্যের লেখা যায় যে মিলে ।
বলা শুরু করলে,
অন্যের বলা যায় যে মিলে ।
তাই আমি এখন কিছুই লিখতে পারিনা,
তাই আমি এখন বক্তৃতা ও দিতে পারিনা ।
আমার লেখা বলা সব হয়ে গেল বাদ,
অভাব শুধু আমার লেখা বলার অভাব ।