জীবন কেনো হয় এমন?
দুঃখ-সুখের কারসাজি
সব মিলিয়ে কাপে ভূবন,
জীবর তো এক মহাবাজি ।
আশায় আশায় ভালবাসায় জীবন বয়ে চলে,
সুখের চেয়ে দুঃখ কেনো বেশি আসে জীবনে?
জীবন দুঃখ কাব্যটি শুধুই কথা বলে ।
সুখ-দুঃখের পরিসমাপ্তি হয় মরনে ।
ঘাত-প্রতিঘাত,আঘাত আর ভালবাসা,
টিকিয়ে রাখে জীবনে নতুন নতুন আশা ।
দুঃখ,কষ্ট,সুখ,বেদনা সবকিছু করতে হয় জীবনে বরন,
জীবনতো কষ্টেরই ভাই,একদিন হবে মরন ।