তোমাকে ঐ উপরের বারান্দায় দাড়িয়ে থাকতে দেখে-
আমার অনেক ভালো লেগেছে ।
বড় ইচ্ছে হয় একবার বলি তোমায় আমি ভালবাসি,
কিন্তু কিছু কিছু নিয়ম কানুনের কারনে-
তোমায় আমি বলতে পারিনা ভালবাসি, ভালবাসি, ভালবাসি,
আমিতো সুধাতে পারিনা একবার তোমার কাছে আসি ।
বাতাশের তাড়নায় কাঁপে তোমার ঐ সুন্দর অপূর্ব কেশ,
আহ! তুমি কি রুপবতী,তুমি প্রিয়া বেশ ।
বারান্দার চারপাশে তুমি কি সুন্দর গুটি গুটি পায়ে হাটো ।
আর আমি সেটি নিচ থেকে নিরব চোঁখে শুধু দেখি,
দেখে দেখে আমার হৃদয়ে যতন করিয়া প্রিয়া তোমার ছবিগুলি আঁকি ।
শুধু নিরবতা,আকুলতা আর ব্যাকুলতা,
তবুও আমি চেয়ে থাকি তোমার সেই পথে-সেই অনন্ত পথে-
কবে তুমি আসবে ঢাকা?
আর আমি তোমার সাথে করবো দেখা ।