সত্যকথা প্রকাশনি বাংলাবাজারের মধ্যমনি,
২০১২ সালে আমি হয়েছিলাম সেখানে আগমনী ।
প্রকাশক স্যারকে বলিলাম একটা বই কি ছাপানো যাবে?
প্রতিত্তুরে তিনি সুধালেন তাতে অনেক টাকা লাগবে ।
কিছুক্ষন আমি ছিলাম নির্বাক,
তারপরে আমি হলাম অবাক ।
অবাক আমি বলিলাম স্যার টাকা কেনো লাগবে?
স্যার সুধালেন টাকা ছাড়া আপনার বই কে ছাপবে?
আমি বলিলাম স্যার আমার বইতো ছাপানোর উপযোগী,তবে?
তিনি সুধালেন লেখা যত ভালো হোক  টাকা ছাড়া হবেনা,আর লেখা যত মন্দ হোক টাকা দিলে হবে ।
আমি নির্বাকতায় থেকে কষ্টের মাঝে কিছুটা সুখ খুঁজে পেলাম,
কারন সত্যকথা প্রকাশনির নামকরনের সাথে স্বার্থকতা খুঁজে পেলাম ।
সত্যকথা প্রকাশনি বলিল সত্যকথা,
আমি অধম পেলাম অনেক ব্যাথা ।
তবুও আমি একটি সত্যকথা শুনলাম,
অবশেষে আমি নির্বাক হয়ে বাসায় চলে আসলাম ।
সত্যকথার সত্যকথা চিরকাল থাকুক অবিরত,
পৃথিবীতে যেনো এমন সত্যকথা হয় প্রতিষ্ঠিত ।