আমার প্রিয় স্যার নাম তার আব্দুল মান্নান মাষ্টার,
সে আমার অনেক প্রিয় বলিলাম আবার ।
প্রথম দিনে স্কুলে,শিশু আমার হলো পদার্পন,
দেখে ভালো লেগেছিল এই আদর্শ গুরুর দর্শন ।
প্রথম দিনে ভুল করে চড় খেয়ে ডর পেয়ে চলে আসলাম বাড়ি,
স্যার আমায় আদর করে স্কুলে নিয়ে গেলো,দিলোনা কোনো ঝাড়ি ।
স্কুলে যেতে যদি আমার হতো একটু দেরি,
তাহলে স্যার আমার বাড়িতে আসতে কখনও করতনা একটুও দেরি ।
আদর্শ আর ন্যায়নীতিতে ভরপুর ছিল এই গুনী ব্যাক্তি,
স্যারের এই আদর্শ দেখে বেড়ে গিয়েছিল আমার শুভ শক্তি ।
অবশেষে আমার এই গুরু সেদিন পরপাড়ে দিল পাড়ি,
কত করিলাম কান্নাকাটি,কত করিলাম আহাজারি ।
স্যার মারা গেলেও মারা যায়নি তার আদর্শ,
তার আদর্শ সকল ছাত্রদের করেছে যে স্পর্শ ।
দুঃখ হয় স্যার দেখে যেতে পারলোনা আমার বর্তমান অবস্থান,
নিয়ম যদি থাকতো তাহলে আমি আমার প্রান বিলিয়ে দিয়ে স্যারকে ফিরিয়ে আনতাম ।