তোমার কোলে জন্ম মাগো মৃত্যু তোমার কোলে,
তুমি নাকি বিশ্বমাতা সবাই আমায় বলে ।
আরো কত বড় বড় গ্রহ থাকতে মাগো তোমার কোলে দিয়েছো মোদের ঠাই,
তাইতো মাগো তোমার এই প্রীতি মোরা ভুলি নাই ।
তুমি অপরুপা সুন্দরী মাগো তুমি অপরুপা সুন্দরী,
মাগো তোমায় নিয়ে সৃষ্টিকুল করে কত বাহাদুরী ।
কত বিখ্যাত মানুষের তোমার কোলে ঘটেছে আগমন,
তোমায় মোরা ককনও করতে দেবনা অপমান ।
মাগো তোমায় অনেক সালাম জানাই,
মানুষের মত মানুষ হয়ে মাগো তোমার কোলে মরতে চাই ।
তুমি মাগো ধূসর রঙ্গীনি,
তোমার বুকে ঘটে চলছে আবহমান কত কাহীনি ।
মাগো তোমার অবদান কখনও হবেনা বৃথা,
তুমি মাগো স্বর্গ,তুমি মাগো বিশ্বমাতা ।
তুমি মাগো স্বয়ং সৃষ্টিকর্তারই অপরুপ সৃষ্টি,
কখনও তুমি ঝাল মাগো,কখনও তুমি মিষ্টি ।
তোমার রহস্য মাগো ধরা বড় কঠিন,
তোমার অবদান মাগো কখনও হবেনা বিলীন ।
সৃষ্টিকর্তার তুমি নহে সৃষ্টি অযথা,
তোমায় শতকোটি সালাম হে বিশ্বমাতা ।