প্রায়ই আমি এক যুবক রিকশাওয়ালার রিকশায় যাতায়াত করি,
ভাবিলাম আমি এই রিকশাওয়ালার জীবন উদ্দেশ্যহীন,
এই ভেবে আমি করি বাহাদূরী ।
হঠাৎ করে রিকশাওয়ালা তার বাসায় আমায় করিল দাওয়াত,
যেতে ইচ্ছে হলোনা,তবুও বাধ্য হয়ে গেলাম একদিন,
তখন ছিল প্রভাত ।
গিয়ে দেখি মাকে নিয়ে সাজানো তার কী সুন্দর সংসার,
তখন বুজলাম উদ্দেশ্য আছে জগতের সবার ।
আপেল,কমলা,আঙ্গুর অনেক কিছু দিয়ে রিকশাওয়ালা করিল আমায় আপ্যায়ন,
খাবো কী আর? সবকিছু দেখে এদিক ওদিক দোল খাচ্ছে মোর মন ।
হঠাৎ করে তাকিয়ে দেখি শোকেজে সাজানো এক সুন্দরী মেয়ের ছবি,
এই মেয়েটি কে জিজ্ঞেস করিলাম আমি কবি ।
রিকশাওয়ালা বলিল এই মেয়েটিই তার ভালবাসা,
তখন আমি বুঝলাম জগতের সবারই আছে আশা ।