মাগো কেনো তুমি আমায় ডাক দিলে নিজাম গাজী বলে?
নিজু বলে ডাক দাও মাগো,নিজু বলে ।
হতে পারি মাগো আমি কবি,সাহিত্যিক কিন্তু তোমার কাছে নিজাম গাজী নয়,
তোমার মুখে নিজু ডাক শুনলে মাগো আমার যে হবে জয় ।
নিজু ডাকের মধ্যে কত যে মজা,কত যে স্মৃতি মাগো তাকি তুমি জানো?
নিজু ডাক শুনলে আমি হারিয়ে যাই সেই ছোটকালে মাগো তাকি তুমি মানো?
মাগো আমি যতই বড় হইনা কেনো আমিতো তোমারই ছেলে,
তাই মাগো আমায় তুমি সবসময় ডাকবে নিজু বলে ।
আমি বৃদ্ধ হলেও মাগো তুমি আমায় ডাক দিও নিজু বলে,
ফের নিজাম গাজী বলে ডাক দিলে কিন্তু আমি রাগ করে বাড়ি থেকে যাবো চলে ।