জন্ম দিয়ে বাবা তুমি করিলে আমায় ঋণী,
কেমন করে শোধ করিবো এ ঋণ, নয়তো আমি ধনি।
জন্ম দিয়ে ক্ষান্ত হওনি দিয়েছো অনেক ভালোবাসা,
বাবা আমার জীবনে তুমিই আমার আলোর আশা।।


বাবা আমার কষ্টে কাঁদো তুমি, আমার সুখে হাঁসো,
এই পৃথিবীর সবচেয়ে তুমিই আমায় বেশি ভালোবাসো।
বাবা তুমি বড় ভালো, তুমি বড় মহান,
গর্বিত আমি, আমি যে তোমারই সন্তান।।


তোমাকে যে বাবা কতটা ভালোবাসি তা বুঝাতে পারবো না আমি,
আমাকে ক্ষমা করে দিও বাবা তুমি।
বাবা সর্বদা দোয়া করি যেনো সর্বক্ষেত্রে তোমার হয় জয়,
তোমার আগে যেনো বাবা আমার মরন হয়।
বাবা তুমি আমার আদর্শ তুমি আমার কাবা,
আমার চোঁখে তুমি এই পৃথিবীর সবচেয়ে আদর্শ বাবা।।


*উৎসর্গ- আমার শ্রদ্ধেয় জন্মদাতা আদর্শ পিতা মোঃ সাখাওয়াত গাজীর নামে।।