মনের সাথে যুদ্ধ করে পারছিনারে প্রিয়া,
বড্ড ভুল করেছি আমি তোমায় ছাড়িয়া ।
ভুলতে পারছিনা সখি সুদীর্ঘ পাঁচটি বছরের মধুময় স্মৃতি,
নিঠুর ঐ ঝড় কেড়ে নিলো তোমার আমার প্রিতী ।
তুমি ছিলে শরৎ,আমি ছিলাম বসন্ত ।
তোমার আমার প্রেম ছিল কতইনা প্রানবন্ত ।।
সখি তোমার সেই স্বর্গীয় হাঁসি দেখিয়া আমি কতো হতাম খুঁশি,
হাজার বার বলতে ইচ্ছে করতেছে আমি তোমায় ভালোবাসি ।
মধ্যরাতে মনে পরে তোমার ঐ স্বর্গীয় মুখখানী,
আজ আমার জীবন থেকে বিধাতা কেড়ে নিয়েছে সব সূখখানী ।
প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে,প্রতিটি পলে পলে প্রিয়া তোমায় পরে মনে ।
ইচ্ছে করে তোমায় নিয়ে আবার ঘুরতে যাই ঐ দূর কাঁশবনে ।
প্রিয়া মনে পরে তোমায় সকাল,দুপুর,গোধূলী,সন্ধা,রাত,
বড্ড কষ্ট লাগে যখন তোমায় ছাড়া হয় আমার প্রভাত ।
জানিনা এখন তুমি কেমন আছো প্রিয়া,
বড্ড ভুল করেছি আমি তোমায় ছাড়িয়া ।