এলোরে এলো হে খুঁশির জোয়ার,
আয় তোরা মোর বুকে আয় মুমিন-গুনাহগার ।
ঈদ মানে খুঁশি,ঈদ মানে আনন্দ ।
আজ থেকে আর হবেনা কোনো রেসারেসি,হবেনা কোনো দ্বন্দ ।।
রমজান শেষে পবিত্র ঈদ এসে,
বন্ধু হয়ে আজ মোরা সবাই যাবো মিশে ।
চল মোরা নতুন পাঞ্জাবী পাজামা পরে ঈদগাহে যাই,
এমন একটি খুঁশির দিনে মোরা সবাই আল্লাহর গুনগান গাই ।
নামাজ শেষে কোলাকোলি করে মোরা সবাই বুকে বুক মিলাই,
এমন একটি খুঁশির দিনে কারো সাথে কোনো ভেদাভেদ নাই ।
সিমুই পায়েস খেতে খুব আয়েস,
খেয়ে দেয়ে মোরা আজ পূরন করি মনের খায়েশ ।
এমন একটি দিনে খুব মনে পরে প্রেয়সীর কথা,
এই দিনে প্রেয়সীকে কাছে পেলে ঘুছবে সব ব্যথা ।
এলোরে এলো হে খুঁশির জোয়ার,
আয় তোরা মোর বুকে আয় মুমিন-গুনাহগার ।