বসন্ত এসেছে বলে আম্রকাননে ধরেছে মুকুল,
বসন্ত এসেছে বলে ফুটিয়াছে হাজারো ফুল।
বসন্ত এসেছে বলে দখিনা হাওয়া বসেছে,
বসন্ত এসেছে বলে ভালবাসার স্পন্দন ফুটেছে।।


বসন্ত এসেছে বলে বাংলা সেজেছে রানীর বেশে,
বসন্ত এসছে বলে সুঘ্রাণ ছড়াচ্ছে প্রেয়সীর কেশে।
বসন্ত এসেছে বলে মাঝি ধরেছে ভাটিয়ালি গান,
বসন্ত এসেছে বলে ভালবাসায় নেঁচে ওঠে প্রাণ।।


বসন্ত এসেছে বলে আজ বৃদ্ধা হয়েছে তরুনী,
বসন্ত এসছে বলে বাংলা হয়েছে আরো রুপসী।
বসন্ত এসছে বলে হৃদয়ে বসছে শত আশা,
বসন্ত এসেছে বলে তাকে নিয়ে কত ভালবাসা।।


বসন্ত এসেছে বলে তরীতে আজ বসেছে পাল,
বসন্ত এসেছে বলে প্রেয়সীর কতই সুন্দর হাল।
বসন্ত এসেছে বলে আমি কবি লিখে যাই গান,
বসন্ত এসেছে বলে চিরকাল হৃদয়ে থেকে যাবে টান।।