সেযে রান্নাঘরে কান্না করে,
কেমন করে দেখি তারে?
বুকের মধ্যে দহন বাড়ে,
কস্ট দেয় মোর প্রিয়ারে।
আমি দিবানিশি ঘুরে বেড়াই,
তারে দেখার জন্য হই যে চড়াই।।
কিন্তু দেখা যে পাইনা তার,
প্রিয়া মোর সইবে আর কতো প্রহার?
মোর সখি শুধু রান্নাঘরে,চোঁখ মুছে আর কান্না করে।
কেমন করে পাই প্রিয়ারে,ভাবি দিবানিশি।
কেমন করে এমনভাবে ভালবাসা পিষি?
প্রিয়ার যদি দেখতাম মুখ,
পেতাম আমি স্বর্গের সুখ।।
কিন্তু কেমন করে দেখি তারে?
সেযে রান্নাঘরে কান্না করে।।