জীবনসঙ্গিনীকে যেমন বুকে ভালোবেসে আঁকড়ে রাখা হয়
ঠীক তেমনি আমি আমার হৃদয়ও কোঠরে যতন করে রোগকে আঁকড়ে রেখেছি।
তুমি সদা কষ্টদায়িনী, তুমি সদা কঠোরিনী,
তবুও আমি প্রেমিক পুরুষ তোমায় ভুলিনি।
আমিতো ভুলতে তোমায় পারিনি।
জীবনসঙ্গিনী যতই কষ্ট দিকনা কেনো তাকে তো আর অত সহজে ভোলা যায়না।
সে যখন আমার জীবনের সঙ্গে মিশে আছে আমি থাকিনা তার জীবনের সঙ্গে মিশে।
কষ্ট মোর হোক তাতে সমস্যাই বা কিসে?


জানি তুমি মৃতু অবধী আমার জীবনের সাথে থাকবে মিশে।
বলো তাতে মোর সমস্যাই বা কিসে?
যত ব্যাথা যত কষ্ট তুমি দাও আমারে,
আমি কেমন করে ভুলি সখি তোমারে?
জীবনসঙ্গিনীকে কেবল ভালোবাসা যায়, ছাড়া যায়না কখনও।
আমি রোগ তোমায় ছাড়তে পারবোনা কখনও।।


আমায় তুমি অতী যত্নে ভালোবেসে কষ্ট দিচ্ছো,
তাইতো সখী আমি অভিমান করিনি তোমার প্রতি।
জীবনসঙ্গিনীর কেশ দিয়ে যেমন ঘ্রান নেওয়া হয়,
আমিতো তোমা থেকে কষ্টের ঘ্রান নিতেছি হায়।।


আমার অনেক কষ্ট হয়,
কিন্তু তুমি আমায় ছাড়না বলে আমিও তোমায় ছাড়িনা।
আমি যে সখা রোগ তোমায় কখন ছাড়তে পারিনা।
মোর মৃতু যেদিন হবে,
সেদিন তো তুমি বিদায় নিবে?
কষ্ট হলেও বড় ভালো লাগে তোমার ব্যথা,
ভালো লাগে তোমার কষ্টের ভঙ্গিনী।
তুমি মোর জীবনের সনে মিশে আছো, তুমি রোগ মোর জীবনসঙ্গিনী।। 


০৮/১০/২০১৭ ইং
সাভার, ঢাকা।