ত্রিশ বছর কাঁদি আমি, ত্রিশ বছর হাসি,
ত্রিশ বছর ধরে বন্ধু তোরে ভালবাসি।
ত্রিশ হলো আবেগ বন্ধু, ত্রিশ ভালবাসা,
ত্রিশ আমার আশা বন্ধু, ত্রিশ আমার ভাষা।।


জন্ম হয়ে দেখলাম তোরে ত্রিশ বছর ধরে,
ত্রিশ আমার ঐ গগনে উতালপাতাল ওরে।
ত্রিশের বিষে বন্ধু আমার হইছে ক্ষয়,
তুই বন্ধু ভালবাসা, তুই বন্ধু ভয়।
তোর ভালবাসার ভয়ে বন্ধু ত্রিশ বছর হাসি,
ত্রিশ বছর ধরে বন্ধু তোরে ভালবাসি।
চৈত্রের ঐ কড়া রৌদ্র, বৈশাখ থেকে ভাদ্র,
ভালবাসি তোরে বন্ধু ভারি হোকনা আদ্র।।


বৈশাখ আমার ভালো লাগা, ভালো লাগা বসন্ত,
তুই বন্ধু ভালবাসা সারাজীবন অনন্ত।
ত্রিশ বছর কাঁদি আমি, ত্রিশ বছর হাসি,
ত্রিশ বছর ধরে বন্ধু তোরে ভালবাসি।।


//রচনাকালঃ-
৭ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ,
সময়ঃ- ৩.৩২(বিকেল),
ঢাকা, বাংলাদেশে।।