ভেঙে দে সকল অন্যায় ঘাত-প্রতিঘাত,
সরলকে ভালবাস, অন্যায়কে কর আঘাত।
অসহায়ত্বকে জয় কর, অন্যায়কে ধ্বংস কর,
তোদের উপরই আজ মানুষ করতে চায় ভর।।


ভেঙে দে সব অত্যাচার, ভেঙে দে সব শোষণ,
অন্যায়কে ভেঙে দিয়ে কর তোরা সুশাসন।
লাত্থি দিয়ে পাহাড়, করে দে চুরমার,
দুনিয়াকে মুচড়িয়ে করে দে একাকার।
যত আসুক তুফান, যত আসুক বন্য্যার জল,
তোরা সেই জল দিয়ে নিভিয়ে দে সূর্যের অনল।।


আজ পৃথিবীতে কত মানুষ অসহায়,
খঁজে বের কর তোরা তাদের মুক্তির উপায়।
ভেঙে দে দুর্নীতি, করিসনা স্বজনপ্রীতি,
ভেঙে দে সব জটিলতা, ভেঙে দে সব অন্যায় রীতিনীতি।
ভেঙে দে সকল অন্যায় আর অত্যাচার,
ভেঙে দিয়ে সব করে দে তোরা ছারখার।।


ভেঙে দে সব অসচেতনতা, ভেঙ্গে দে সব কুসংষ্কার,
আলো প্রতিষ্ঠিত করে তোরা ভেঙে দে সব আধার।
ভেঙে দে শোষন, কর শুধু সুশাসন,
অন্যায় আর দুর্নীতির বিরুদ্ধে দে তোরা ভাষণ।
ভেঙে দে সুদ, ঘুষ, যৌতুক,
ভেঙ্গে দে সবকিছু, করিসনা কৌতুক।।


//রচনাকালঃ-
১২/১১/২০১৪ ইং
সময়ঃ ২.২৪(রাত)
ধামরাই, ঢাকা।।