কেহ আসে কেহ যায় ধরনীর বুকে,
পৃথিবীতে কেহই নাহি চিরদিন থাকে।
ছেড়ে যায় পৃথিবী নেই নাতো কিছু,
আত্মীয়রা ক্রন্দন করে যায় তার পিছু পিছু।
মুরদাত ভাবে তারা যাবে তার সাথে
অবশেষে মুরদাত যায় খালি হাতে।
মুরতাদের থাকে যদি নেক আমল,
তার মৃত্যুটা হবে জানি খুবই কমল।
আর যদি না থাকে আমল হয় বেনামাজি,
বাপদের সময় তাকে পার করবেননা মাঝি।
যতই থাকুক শক্তি, সামর্থ্য আর বাহাদুরি,
মৃত্যুর পর সবি তার থেকে যাবে হারি।
কারো কাছে পৃথিবী হয়ে থাকে ঋনী,
ধরনী তাকে মনে রাখে চিরদিনি।।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।