এক মৌন নীরবতার ছাপ ছিলো তোমার চোখেমুখে
এক অস্পষ্টতা জাপ্টে রেখেছিলো আমার কর্ণকে
আমি পারিনি ছুঁয়ে দেখতে তোমায়


তবে কী থমকে গেছে সব দোদুল্যমান শঙ্কা?
তোমার আকাশে কী আজ মেঘের ঘনঘটা?
ঝুম বর্ষায় আমি আসবো প্রিয় ...আসবো..
হয়তো বিজলীর বেশে, নয়তো গোধুলীর শেষে


প্রথম ছুৃঁয়ে যাওয়া সে হাতের পরশ
আজও লেপ্টে আছে হয়নি কো ম্লান
শুধু বুকের বা পাশে যে হ্মতগুলো আছে
পারবে পূর্ন করতে সে শূন্যস্থান ?


পারবেনা জানি তবুও আশা রাখি
আসবে ফিরে সুদিন
মিছে ভ্রম হয়ে শুধু  তুমি চলে আসো
হ্মতগুলো মোছা  যে বেশ কঠিন