পালতোলা নৌকার মত যৌবন
এখন তোমার সারা শরীরে,
উচ্চাকাঙ্ক্ষায় জাগ্রত তোমার মন
তাই, নিম্ন জগতকে চলছো এড়িয়ে।


মমতাময়ী মৃত্তিকার মত হৃদয়
হারিয়ে ফেলেছ কিছুদিন আগে,
অশরীরী আত্মা এখন তোমার পায়ের তলায়
কারণ, তোমার পা এখন মৃত্যুর দিগন্তে ছুটছে।


ভালোবাসা যেখানে ঐশ্বর্যের কাছে হেরেছে
সেখানে তুমি তো আর জীবিত কেউ নও,
মনুষ্যত্বের অহংকার ধুলায় লুটিয়ে দিয়ে
রূপের অহংকার চোখের ভাষাতে জানাও।


মোহ কী থাকবে চিরদিন?
ভাবছোনা কেন এই কথা,
সবার-ই ভাবনা অন্তহীন
মোহ তখন শুধু-ই বৃথা।


কাঁদবে তুমি একা একা
যৌবন হারিয়ে গেলে,
তখন, তোমার প্রতি কে দেখাবে মমতা
সবই যদি, সবার অজানা থাকে।


দেখে কেন শেখো না
নর্দমার কীটদের দেখে,
ওদের তো নেই কোন কিছুর-ই ভাবনা
তারপরও, তাদের সাথে কেউ কি কারো ভালো তুলনা করে?