থর থর বাতাসে
কাঁপা কাঁপা ঠোঁট,
জলভরা দৃষ্টিতে
ছল ছল চোখ ।


অবস হয়ে যাওয়া পায়ে
ধীরগতিতে পিছনে ফেলা,
যেখানে সীমাহীন সময়ে
ছিল বিরামহীন চলা ।


একটুখানি গোলাকার বৃত্তে
ছিল অনেক গোলক ধাঁধা,
অবিরাম চলেছে আনন্দ চিত্তে
তবুও ধাঁধা, দিতে পারেনি বাঁধা।


অথচ, আজ যৌবনের সন্ধিক্ষণে
এসেছে প্রথম বাঁধা,
আসলে বাঁধাতো নয়, জড়ছে বন্ধনে
উষ্ণ আলিঙ্গনের কাম্য বাঁধা ।


এসেছে সময় তার
অতীত স্মৃতি ভুলে যাওয়ার,
অচেনা দুই বাহুর ভিতর
নিজেকে অর্পণ করার ।


ছোট্ট বেলার সেই পুতুল খেলা
আর ভেঙে ফেলা সেই খেলাঘর,
সেখানেও দৃষ্টিতে করতো খেলা
লজ্জা, ঠোঁট করতো থর থর ।


সেদিনের সেই রঙ্গমঞ্চের কাঁপা কাঁপা সুখ
উঠে এসেছে আজ জীবন পাতায়,
তাই দুরু দুরু কাঁপছে বুক, রাঙা হচ্ছে মুখ,
কারণ, সময় যে এসে গেছে ছোঁয়ার মত সীমানায়।


তারপর, চেনা চেনা মুখগুলো ঝাপসা মনে হবে
আর অচেনারা হয়ে উঠবে শতজনমের চেনা,
একটুক্ষন শেষ থেকে আবার শুরু হবে
সীমাহীন সময়ে বিরামহীন পদচারণা ।