বিলাসিতার জন্য যারা দেহ দেয়
এ সমাজ তাদের-ই করে সম্মান,
পেটের দায়ে যারা দেহ দেয়
সমাজের কাছে নেই তাদের মান।


উষ্ণ রসের নগ্ন স্বাদ
মনুষ্যত্বকে করেছে ভস্ম,
সস্তাদের, অন্তরের সকল বিষাদ
ক্ষুদার কাছে হয়েছে নিম্ন।


বিলাসিতা যাদের মধ্যে করে বাস
বিষাদ তো তাদের কাছে অচেনা,
আর বিবেক যাদের অভিলাষ
জোর করে হারানো হয়েছে তাদের চেতনা।


ডুকরে-ডুকরে কাঁদে মূল্যবোধ
স্যাঁতসেঁতে নরকের মত ঘরে,
সম্মানিদের, মূল্যহীন হয়ে পড়ে বিবেকবোধ
অর্থের বিনিময়ে নগ্ন বাহুডোরে।


ক্ষত-বিক্ষত রূপে, নিষ্পাপ দুটি চোখ
নির্যাতনে হয়ে ওঠে কাতর,
আর কৃত্তিম রূপে, নগ্ন দুটি চোখ
ব্যাথাতেও হয়ে ওঠে লজ্জাহীন পাথর।