রক্ত হিম করা গর্জন
উঠেছে চারিদিকে,
দাউ দাউ করে জ্বলছে আগুন
জোয়ানদের বুকে।


আজ ওরা করেছে পণ
নিষ্ঠুর স্বাভাবিক দৃষ্টিতে,
অন্যায়ের বুকে জ্বালাবে আগুন
স্বর্ণালংকার সৃষ্টিতে।


ভয় নেই, ভয় নেই
ভয় লুকিয়ে রাখে নাই দৃষ্টিতে,
আজ মানবে না কাউকেই
তাদের ভয়হীন চলার পথে।


পরাধীনতার শিকল ভাংবে তারা
লক্ষ বুটের আঘাতে আঘাতে,
কারো আর্তনাদে দেবে না সাড়া
আজকের এই প্রভাতে।


ওদের অট্টহাসিতে কেঁপে কেঁপে উঠবে পৃথিবী
দ্বিগুন মাত্রায় জ্বলে উঠবে নরক।
কারণ, ওরা যে ঝলসানো রবি
ওরাই শোষিতদের জগতে শাসক।