আয় তোরা, ভেসে বেড়াবো
রাস্তায় গড়িয়ে গড়িয়ে,
একপ্লেটে মিষ্টি খাবো
আট পা উপরে তুলে দিয়ে।


পার্কের হাত ধরে হাঁটবো
একে অপরের বুকে চড়ে,
সবাই শূন্যে হাঁটবো
রাস্তাগুলো ছেড়ে ।


আয় তোরা, হলগুলো দেখবো
সিনেমার ভিতর দাঁড়িয়ে,
উল্লাসে মাতোয়ারা হবো
বিকৃত রুচিকে সরিয়ে দিয়ে।


ঘুম আর আড্ডা মারবো
ঘড়ের বাইরে শুয়ে,
জুতাগুলো ভিতরে রাখবো
বিড়াল আর কুকুরের ভয়ে।


সকালে ঘুম থেকে উঠবো
বাঁশ-ঝাড়ের কিচির-মিচিরে,
পাখিদের উড়তে দেখবো
নীলিমাযুক্ত আকাশের উপরে।


আবার বাইরে বেরুবো
সময়কে থামিয়ে দিয়ে,
যুবক-যুবতিদের বেহায়াপনা দেখে চোখ ঢাকবো
লজ্জার মাথা খেয়ে ।


আসলে, চলে আয় তোরা
হাঁটি হাঁটি, পা পা করে,
আনন্দে হব আত্মহারা
আবেগের গলায় পা চেপে ধরে।