আমি গভীর রাতে একা হাঁটতে পারি
আমি পিশাচের মত হাসতে পারি
আমি সহজেই মানুষকে কাছে টানতে পারি
সহজেই ছুঁড়ে ফেলে দিতে পারি
আমি কষ্টকে শরীরে জড়াতে পারি
আমি সুখকে তাড়াতে পারি
সোনালী সকালে অবেলার গান গাইতে পারি
অবেলায় দাঁড়িয়ে স্বপ্ন দেখাতে পারি।


আমি মনে হয় বিকৃত মস্তিষ্কের একজন
হৃদয়ে নিম্নতা কুষ্ঠ রোগের মত করছে বাস
নারীর দেহ আমাকে একটুও করে না আকর্ষণ
অথচ, ওদের মাঝেই আমি পাই মৃত্যুর সুবাস।


সত্যি আমি মানসিক রোগী
আমাকে তোমরা এড়িয়ে চলো
আমার কাউকে দরকার নেই
কেউ মমতা দেখাতে আসবে না।


কারো ভালোবাসায় আমি ডুবতে চাই না
ডোবাতে চাই না কাউকে আমার মনরোগে
স্পর্শে স্বপ্নচারী করতে পারবো না কাউকে
স্পর্শে অনুভূতিও নিতে চাই না কারও।