রূপালী চাঁদ, যেন কোন ফাঁদ
অসীম শূন্যের বুকে,
তার দুটি চোখ, দেখে অপলক
মদির নেশা লেগে আছে চোখে ।


সুবাস ভেসে আসে, মৃদুমন্দ বাতাসে
এলোমেলো করে দেয় চিন্তাধারা,
ফুলের গন্ধ, নাকি ঘামের গন্ধ
বুঝতে না পেরে হয়ে যায় দিশেহারা ।


হঠাত্‍ নিঃশ্বাসের শব্দ, করে দেয় স্তব্ধ
মনে যেন কী জাগছে হায় !
ব্যাকুল হৃদয়, করছে সংশয়
কিছু আছে কী, কিছু নাই ?


তবুও নেশার ঘোরে, অতি ধীরে ধীরে
একবার পিছনে তাকায়,
রক্তিম অধর, কাঁপে থর থর
মনে জাগে পরিচিত ভয় ।


আর ভয় নাই, অদম্য কামনায়
কামনায় যে নিষিদ্ধতা নাই,
অধর যদি, হয় বিষের নদী
তবুও চুমুকে চুমুকে নিঃশেষ হতে চায় সবাই ।


হায় ! এ যে শুধু মায়া, গড়েছে কায়া
বেদনা ছাড়া কিছু না,
ও দুঃখের নীলকান্ত, আশার প্রান্ত
ওর নাম-ই যে নীলিমা ।