দেখি নাই, দেখা হয় নাই
দেখবো বলেও ভাবি নাই,
তবুও হঠাৎ দেখা হয়ে গেল
দেখা না হলেও কিছু হতো না।


দেখলাম তুমি সুন্দর, তাই বলে
কবিতা লিখতে হবে এমন তো নয়,
বুঝলাম তুমি চঞ্চল, তাই বলে
গদ্যে ঝড় তুলতে হবে তাও নয়।


আবেগ, অনুভূতি, বিস্ময়
কিছুই হয় নি কিছুই নয়,
কিছু হলেই হয়ত ভাল হতো;
এমন কোন কথা নয়।


কষ্ট অথবা হৃদয়ঘটিত বিষয়
অথবা মানসিক বিপর্যস্ত ভাব,
এমন কিছু হলেই হয়ত ভাল হতো;
তারপরেও তেমন কিছু নয়।


কেন কিছুই নয়?
কিছু হলেই কি ভাল হয়?
হয়ত ভাল হতো অথবা নয়;
অথবা, অনেক কিছু হয়েও হয় নাই।


কিছু যায় আসে না তাতে
কারন আমি কোন কবিতা লেখি নাই,
আমি কোন গদ্যও লিখবো না
কারন, তুমি সুন্দর কিন্তু বিস্ময়ের উর্দ্ধে নয়।