নাম ছিল তার সালমান
শুনতো না কেউ তার ফরমান।
চুল'টা তার কাকের বাসা
মেজাজ'টা তার অতি খাসা।
সে ছিল নিশাচর
ঘুমাতো দিনভর।
দেখতে ছিল মাশাল্লা
জবর ছিল তার কাল্লা।
দূর হতে দেখলে তারে
সত্যিই সে মন কাড়ে।
খাইতো সে যেমন-তেমন
দেখতে ছিল ইউসুফের মতন।
তার ছিল অনেক গুণ
সবকিছু করতো মনের মতন।
পছন্দ ছিল এরকম
পটলচেরা চোখ যেমন।