আমি নিজেই তো একটা জানোয়ার
অন্যকে কি-ই বা আর বলবো,
যেখানে মুখোশের এতো ব্যবহার
সেখানে আমার দলে কাকে টানবো।


আমি কখনও দেখিনি কাছ থেকে
তবে দেখেছি সাদা কালো পর্দায়,
ধিরে ধিরে পিছনে ফেলছে প্রিয় দেশকে
জরাজীর্ণ দেহ নিয়ে ক্লান্ত পায়।


ধূলায় লুটিয়ে পড়ছে অনেক ক্লান্ত দেহ
পিষ্ঠ হচ্ছে অবিরাম পায়ের তলায়,
তবুও মাটির দিকে তাকানোর সময় নেই কারও
বেদনাও খেলা করছে না চোখের তারায়।


সবাই উদভ্রান্ত, ক্লান্তির সাথে করছে যুদ্ধ
যখানে ক্লান্তি-ই মৃত্যূর রূপ,
প্রিয়জন হারিয়েও কেউ হচ্ছে না ক্রুদ্ধ
মা-কে হারিয়ে বাচ্চা ছেলেটাও নিশ্চুপ।


তারপর দেখেছি ড্রাগনের মুখে আগুনের ঝলক
ঝড়ে ভাঙ্গা গাছের মত হাজারো লাশ,
দেখেনি শুধু আহাজারিতে কেঁপে ওঠা কোন বুক
বুঝতে পেরেছি নিস্তব্ধতায় ভারি হয়ে উঠছে বাতাস।


তারপর অনেক রক্ত ক্ষয়
নির্বাক চেহারায় অপেক্ষা করা,
তারপর আসলো বিজয়
আনন্দের বুকে কান্না দিল সাড়া।


সবটকু-ই তো দেখেছি সাদা-কালো পর্দায়
তাই মনে হয় পুরোটাই অভিনয়ের মত,
তাই বিজয়ের দিনে, বিজয়ের অনুভূতিতে থাকে অভিনয়
আর সগর্বে শয়তানের কাছে মাথা করি অবনত!