একটি কবিতা লেখার শখ হলো
কিন্তু আর লেখা হলো না,
তুমি তো কবিদের কবিতা পড়
আমি তো আার কবি না ।


আমি অবহেলার পাত্র
সহজেই আমাকে এড়িয়ে চলা যায়,
আমি সবার কাছেই যত্র-তত্র
সরলের মাঝে আমার নেই কোন ঠাঁয়।


আমি হয়ত জটিল করে কথা বলি
কিন্তু, কিছু সময় তুমি তা বল না,
কারন তুমি সত্যি বিস্ময়াবলী
সহজ, সুন্দর আর আমি সেখানে অচেনা।


তোমার কিছু সময়ের জটিল কথোপকথন
সরলের মত ধেঁয়ে চলে,
কারন, মুগ্ধ ধূম্রজালের জগত তখন
পাঠককে মোহের ফাঁদে ফেলে ।


সেখানে তুমি জিতেছো না, হেরেছো
তা প্রশ্ন করাই বৃথা,
কারণ, তুমি তো তোমার মাঝেই আছ
এখনো শোননি হারানো পথ আর পথিকের কথা।