আমি সেখানেই, যেখানে কিছু নেই
শুধু অন্ধকার ঝুলে থাকে,
দেখে যাও একপলক, মৃত্যুর শোক
আমার মত মৃত্যুও এখানে আশায় থাকে।


ব্যাকুল হৃদয়, আছে কোথায়
মৃত্যু খুঁজে যায় অবিরাম,
এতটুকু করুণা, মন তো করে না
মৃত্যুকে, কেউ দেয় না এতটুকু দাম।


অন্ধকারের ভয়, সাহসকে করে পরাজয়
ভয় আর অন্ধকার যেন একই রকম,
শূন্যে চোখ রেখে, রংয়ে দৃষ্টি আঁকে
অন্ধকারও যে একটা রঙ ভুলে যায় তা বেমালুম।


জীবনকে তুমি, ভাবো উর্বর ভূমি
মৃত্যু এখানে ক্ষুধার্ত নদী
কিছু সৃষ্টি কর, না-কি সৃষ্টিকে ছাড়ো
না-কি ভাগ্যই বলে খরা হয়ে জীবনকে বাঁধি।


অবশেষে, মৃত্যুকে ভালোবেসে
ছড়িয়ে দেও শূন্যে অনুভূতির রেখা,
অন্ধকারের মসৃণতা, শুধুই শূন্যের স্বাধীনতা
এই স্বাধীনতায়, মহাবিশ্বেরও ছাপ নেই আঁকা।


আমি সেই স্বাধীনতায়, তোমাকে চাই
চোখ বন্ধ করে তুমি একবার দেখো,
এখানে ভয় নাই, কোন নগ্নতা নাই
আছে শুধু কোমল অনুভূতির স্পর্শ।


*******   *******