বসন্তের আগমনে যেমন পাতা ঝরে,
শূন্য থেকে ঝরে পরে যায়
জেনো বিলীন হলো সৌন্দর্যময় কোনো বাগান
এমন ভঙ্গিতে ঝরে পড়ে,
প্রত্যাখানে প্রতিশ্রুত।


সহজ ঐশ্বর্য নিয়ে সূর্যের অপেক্ষায়
প্রতীক্ষায় থাকে রাত্রি নিকষ আধার
তেমনই অস্থির প্রতিক্ষায় ভোর হবে
নতুন সূর্যে আলোকিত হবে ধরনি।


দিন যায় মাস যায় দিন ফুরাবার নেই আশ
এই বুঝি জেগে উঠে আবার প্রকান্ড ডংকা
ক্ষণে ক্ষণে মনে জাগে আচমকিয়া শংঙ্কা।
করুণ দৃষ্টি অনেক মেরেছে আমাকে
আমিও
অনেক কেঁদেছি, অনেক আশা ভেঙ্গে গেছে
তোমার করুণা অমিয়......


খুবতো ছুটা হলো ভুলের পিছে
খুবতো জানা হলো সব মিছে
আমার সুখতো আমার কাছে।
😃😃😃