কবিতায়ও মরণ হয়
সে ঢের বুঝেছি,


ডিমের খোলসের মতো ফেটে যায়
শব্দের গাঁথুনি,


আবেগী রশ্মি ভরা রোদ্দুর
এক টুকরো স্বপ্নের আস্তরণ,


যখন খসে পড়ে চোখের নোনা জলে
তখন আর কবিতা আসে না।


কবিতায় কষ্ট আসে
কবি কষ্টে ভাসে......


কবিতায় মাতাল হয়ে
কবির সবটুকু নেয় কেড়ে
শুধু কবিতা পুষ্ট হয়।


কবি মরে বার বার তার কবিতায়
যন্ত্রনা, আত্মার মরন সব সয়ে যায় নীরবে


কবিতা পায় উত্তরাধিকারসূত্রে
কবির সবটুকু বিষাদের অলংকরণ
শব্দে, ছন্দে তাল লয়ে
কবিতা হয় পূর্ণ যৌবনা।