চুলগুলো কবেই যে বড় হলো,
ব্যস্ত শহরে তার টেরই পেলামনা,
মুখভরতি দাড়িও থেমে নেই,
দিন দিন ফসলের মত বেড়েই চলছে,
হাতের নখ গুলোও বড় বড়,
ফাঁকে কালো কালো নোংরা ময়লা ।
ইদানিং এভাবেই চলছে সব কিছু,
স্মৃতি শক্তি মনে হয় কিছুটা হ্রাস হয়েছে,
এই শুনি এই ভুলে যাই ।
হয়তো বয়স হলে এমনি হয়,
আরে কি এমন বয়স হয়েছে?
মাত্রতো বিশে তিন যোগ হলো ।
এখনিই খেয়ালের এই হাল?
ইদানিং নাকি বিড় বিড় করে কি যেন বকি,
একা একা নাকি কথা বলি,
পরিচিত জনেরা পাগলের উপাধি দিয়েছে,
তবুও নাকি আমি থেমে নেই ।
অগোছালো ঘর আমার,
এখানে সেখানে পড়ে আছে ময়লার দাগ,
ঘামে ভেজা শার্টে যেন ঘুণ ধরেছে,
কবিতার খাতা হচ্ছে মলাট,
জমে থাকা জামাতে সে কি গন্ধ,
সে দিকে আমার একটুও খেয়াল নেই ।
না না এভাবে কোন মানুষ বাঁচে না ।
তবে কি আমি মানুষ নই?
জীবনের মালিক যখন অন্য কেউ,
তখন জীবনের দাবি করাটা  অবশ্যই বোকামি ।
তাই জীবন সঁপেছি তার হাতে,
এসব খেয়ালও করবে সে,
আমার আর ভয় কিসের?
আমার জিয়ন কাঁঠি তো সে,
জীবনের সার্থকতাও তার হাতেই ।