: কবি গুরু ! কবি গুরু !
: কেরে আমার ঘরে ষাড়ের মত চিত্‍কার করে?
: আমি । আমি নজরুল । বিদ্রোহী নজরুল ।
: কি চাস? কেন এসেছিস?
: আমি তোমাকে হত্যা করতে এসেছি ।
: হাঃ হাঃ হাঃ হত্যা করতে এসেছিস? তো তোর অস্ত্র কোথায়?
: এই যে এটাই আমার অস্ত্র ।
: হাঃ হাঃ হাঃ একটুকরো কাগজ দিয়ে তুই আমাকে হত্যা করতে এসেছিস?
বোকা । করদেখি হত্যা আমাকে । একবার মরে দেখি ।
: মহা-     বিদ্রোহী রণ-ক্লান্ত           আমি     সেই দিন হব শান্ত, যবে     উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না,           অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না -                বিদ্রোহী রণ-ক্লান্ত           আমি     আমি সেই দিন হব শান্ত!


: তুই তো আমাকে হত্যা করতে আসিসনি নজরুল,
তুই হত্যা করতে চাস জগতের যত অত্যাচারি শোষক অন্যায় কে,
এভাবে হত্যা করে যা এক এক করে কবিতার সুরে,
সুদিন আসবেই ।