সে ছেলেটার কথা বলছি, যে ছেলেটা গল্প শুনাতো !
এখন গলির মোড়ে দাড়িয়ে সারাদিন গোল্ডলিফ টানে
ঘামে ছম ছম করা শার্ট থেকে ভেরোয় বিচ্ছিরি গন্ধ
লোকে দেখলে নাক টিপে, নাম দিয়েছে টাংকিবাজ
এ পাড়ার নষ্টদের প্রধান শিক্ষক
রাস্তার ধারে পেন্টের চেইন খুলে প্রসাব করার মত নষ্ট ।
কাম নাই কাজ নাই, মুখ দিয়া খালি দোয়া আর দোয়া
মেয়ারা সব দেখলে দশ হাত দূরে থাকে
কারেন্টের তার থেকে যেমন দূরে থাকে হাত ।
মুখ ভরতি দাড়ি আর এক জোড়া কালো জুতা
সাদা শার্ট এখন কালো, তাতে কাক হাগে
বেমালুম ভুলে যায় হাতের নক কাটতে ।
হ্যা সে নষ্ট ছেলে, আগাছা
কেন তার নষ্ট জীবন দোল খায় খারাপে?
কি আছে জীবন দেওয়ালের ওপাশে?
আমরা সবাই ভালোর দল, ভন্ড সত্য নেশায় বেসামাল ।


-জেবাউল নকিব
১০/০৫/২০১৪