তুমি যখন আপনি করে বলতে
সোজা পথ নিতো বাঁকা রূপ, শেষ হতোনা
দাঁড়িয়ে থাকা স্টেশনে চলতো কঠিন আলোচনা
টার্মিনালে বসে থাকতো দাঁড়ি কমার সব বিবিধ দুঃখ
হঠাত্‍ বৃষ্টিতে ভিজে যেতো কাক আর ভিজে ভিজে রাস্তা ।


তুমি যখন আপনি করে বলতে
সমুখ পথ ফাঁকা, মনের ভিতর বিস্তর কারফিউ
ভালোবাসা নীরব মেঘ একলা আকাশ
দির্ঘায়ু হতো সহজ আর বিস্তারিত প্যাঁচাল ।