যুদ্ধ শেষে ভেঙে পড়া কালভার্টের কথা বলতে আসিনি !
আজ আর ভাবায়নি কোন রমনী নির্ঘুম রাত
কিংবা আকাশের নীল মেঘ কালো হবার গল্প
মৌনতায় ছিলোনা নিজস্বতা, খুজিনি স্বতন্ত্রতার মানে
ললাটে নামেনি শ্বাশ্বত বানী, অনাহারি তৃষ্ণার্ত মানুষ আজ চোখে পড়েনি -


আচমকা বিবেক বলে থামো কবি! কি ভাবো?
গ্রিষ্মের রোদ্র জলসানো দুপুরে এ আকাশের নতুন কুড়ি হারানোর গল্প কি ভুলে গেছো?


স্বজন হারানো নির্মম যন্ত্রণায় এদিকের আকাশ আজো ভারী
বৈরী আকাশটা চার বসন্ত অভিশাপ কাধেঁ ঘুমায়
কাশফুল ছোঁয়া টুকরো গুমোট মেঘে আচমকা নেমে এসেছিলো অন্ধকার
পাথর সমান কচিকাঁচাদের বিভৎস লাশ আর
বাকরুদ্ধ জনপথ আজো বহমান নদীর স্রোত।
সেদিনের নিস্তেজ লোকালয়ে সুনসান বিরহী আর্তনাদ
কানে বাজে চাপাপড়া বাঁচাও ধ্বনির ভৌতিক আকুলতায়।


শেয়াল, শকুনে টেনে হিঁচড়ে ছেঁড়া রক্তমাখা বিকৃত লাশ দেখিনি
মেশিনগানের ঝাঁ ঝাঁ গুলিতে ছিন্নবিচ্ছিন্ন
লাশের পুরোনো গুলিবিদ্ধ করোটি
কিংবা পঁচা স্যাতস্যাতে মাছি উড়ন্ত লাশ আমার চোখে পড়েনি
এর চেয়ে ভয়ানক অধিক বিভৎস  লাশের স্তূপ  দেখেছি সেদিনের আকাশে।


মাতার হাহাকার, পিতার বিহ্বলতার চাহনি
ভাই -বোনের নির্বাক বাকরুদ্ধতা
দুঃখিনি মায়ের আকাশ বিদীর্ণ করা বিলাপ কান্না
আশ্রয়হীন নারীর সন্তান হারানোর শোক আমি দেখেছি।


যে স্বপ্নদের বেঁচে থাকার কথা ছিলো তারা আজ ছবি
আর দীর্ঘায়ু হলো তাদের রেখে যাওয়া বিরহী  শোক।


( ১১ জুলাই ২০১১ মীরসরাই ট্রাজেডীর সড়ক দুর্ঘটনায় নিহত ৪৫ স্কুল ছাত্রের স্মরণে )