তোমার জন্য কবিতা লিখতে শব্দ খুঁজে পায়না এক নাগরিক কবিয়াল
কবিতার অক্ষর গুলো নৈঃশব্দে মিছিলে নামে মস্তিষ্কে
সন্ধ্যা নামে মনে, ভাবনারা বন্দি অগুনিত জটিলতায়
তোমাকে লিখতে গেলে কলম ভেঙে যায়, কম হয়
আচমকা উপচে পড়ে শরীর, আর চোখের অপব্যাবহার ।
চোখের নিরাময় কেন্দ্র নেই চিকিত্সা করে নিবো,
একবার বলে দেখো ছুঁয়ে দিবে,
আমি আকাশ ভরতি রঙ ছড়াবো
আমার ইশ্বর কে বলে দিবো
- এই নাও পার্থনা এবার প্রেম দাও।