সমুদ্রের গর্জন আজিকে ক্ষীনত্তর


তব পবনের গতিবিধি স্থব্ধ হেতু,


কানে মোর বাজে তোমারই কণ্ঠসুর,


অনুভুতির মঞ্চে কষ্ট স্পর্শ হারানু।


সত্তার প্রলভে লঙ্ঘিত আজ্ঞা প্রভুর।


নয়ন জুরিয়া কোমলের স্বপ্ন-বিম্ব,


মনের অরন্যেও ছায়া বিলাসী অম্ব


সব কিছুর মাঝে তুমিই শ্রেয়ত্তর।



তবুও পারিনি তোমারে কহিতে আমি


মনের যত আকুলতা আর আকাঙ্ক্ষা


যত নিদ্রাহীন রজনীর গল্পগুচ্ছ


শতবাধার মাঝে তাহার প্রবিষ্টটা।


কল্পনার আবিরে রঙিন প্রক্ষেপন


তোমার মাঝে তাই আমার সম্মোহন।


রংপুর/২০১১