শতাব্দী সাক্ষী,
আজ হাজার বছর পর মনের কোনে একটা গুঞ্জন উঠেছে
অমিত্রাক্ষর ছন্দে সব্যসাচী হয়ে দু কলম কাব্য কালিতে মাখতে ইচ্ছে হচ্ছে।
নীল নক্ষত্র, লাল নক্ষত্র অথবা আমাদের এই সুর্য,
কেউ ই স্থায়ী হতে আসেনি ।
আসিনি আমি কিংবা তুমি
হয়ত তুমি না -আপনি
অরন্যে আর নিজেকে হারাতে চাইনা কারণ এই কোলাহল আমার প্রিয়
আমার সাথে মানিয়ে নিয়েছে ভোর-দুপুর-সন্ধ্যা- রাত
বেচে আছি বেছে বেছে সাদা-কালো দিন গুলোতে
থাকব হয়ত আরো কিছু সময়, আরো কিছু ফেব্রুয়ারি কিংবা ডিসেম্বর
আত্মকেন্দ্রিক হয়ে আত্মার আত্মিয় আমি নিজেই
আমি একটা গানের প্রথমের ছেলে খেলা হয়ত,
সেই গানের সুরে আজ আমি নিজেই সংক্ষিপ্ত।