বিন্দু বিন্দু বারি পড়িতেছিল রাজপথে |
আমি তাকাইয়া ছিলাম নিকষ কালো মেঘ রাজ্যের পানে।
তুমি বীর দর্পে আসিয়া, আমার বাহু দ্বয় তোমার বক্ষে চাপিয়া ধরিয়া বলিয়াছিলে,
যাইবোনা ছাড়িয়া হে সুহৃদয়,
জীবন যাইবে যাক, কি করিব এই প্রসূন কায়া?
প্রেমে বাধিব তোমায়, ব্রাহ্মন্ডে ছড়াইবো নিখুদতম শোভা।
আমি পুলকিত হইয়া বলিয়া উঠিয়াছিলাম ,
তুষ্ট আমি,
তোমাতেই দেখিয়াছি মোর মহীশুর মহীন্দ্র।
ইহাই হয়ত মর্ত্যলোকের স্বল্পতম প্রেম শোভা।
আমাতে উষ্ম করিয়া তোমার দেহবক্ষের সমস্ত উষ্মতা উজার করিয়াছ।
আমি হাসিয়াছি,
অক্ষিদ্বয় লোনা অস্রুতে শোভিত করিয়াছি। শেষ অবধি তুমিও ব্যাতিক্রম নহও।