পৃথিবীর যত ভালবাসা ,যত সুন্দর স্বপ্ন
সব আমি তোমায় দিলাম মা –
তুমি শুধু তোমার হাতের স্পর্শ দিও


সৃষ্টির যত সার্থকতা , যত মায়ার বাধন
সেই বাধনে আজ তোমায় বাধলাম মা –
তুমি শুধু তোমার মুখের হাসি দিও


অরন্যর মাঝে লুকিয়া থাকা রোদ কিংবা
সবুজের শুভ্রতা আমি তোমায় দিলাম মা
তুমি শুধু তোমার আদর আমায় দিও


কল্পনার সাত রং আর বাস্তবতার রংধনু
সাঝের কমলতা আর ভরের স্নিগ্ধতা তোমার জন্য মা
তুমি শুধু তোমার আঁচলে আমায় রেখ


আমি জানি মা , আমি তোমাকে জানি
তোমার জন্য আমার জীবন , আমার সার্থকতা
তাই তো তোমার জন্য আমার সকল ব্যস্ততা


আমার জীবন আসলেই কি তাই মা ?
আমার জন্য তোমার স্নেহ আর যত সীমাহীন যত্ন
সৃষ্টি জগতের সকল সম্পর্কের উরধে শুধু তোমার মমতা



জীবন হয়ত ক্রিতিম , কিন্তু তোমার স্নেহ?
সে তো অপার ,অক্রিতিম উপমাহিন,
তাই তো আমার এ লিখা শুধু তোমার জন্য মা
শুধুই তোমার জন্য
শুধুই তোমার জন্য