পৃথিবীর পানে চেয়ে
আমি নইকো ক্লান্ত কোন শরৎ কাশ,
অভিলাষে অভিযোগে হয়েছিলে সকালের শিশির
দুপুরের তপ্ত রোদ্দুরে একফালি বর্ষার মেঘ হয়ে
একেছিলে নীলাভ  আকাশ।


আমি বিশ্রী বৃক্কে বৃহতো চিত্তে,
তোমায় ভাবি সন্ধের বৃষ্টি স্নাত বারান্দায়
ঘুমঘুম ঝিঝি গুঞ্জনে অন্ধকার বাক্সগৃহে
বজ্রাকাশের অতি শুভ্র নৃত্যে।


ক্ষীনপায়ে কাছে আসা, এগিয়ে গিয়ে যেন নৌবিহার,
আমি বিশ্ময়ে আকাশগঙ্গা ছিন্ন করতে চাই
প্রভায় চড়ে তোমার হৃদে ছন্দ খুজতে চাই,
আমি দৃশ্যত, অদৃশ্য প্রেম দিই তোমায় উপহার।


তোমার সেই আদর উপহার জমিয়ে রেখেছি
মনের কোণে সংশয় কে সত্যি হতে দেখেছি
ভোরের আলোর মত হয়ে তুমি রঙ ছড়িয়ে যাও
আর আমিও সেই রঙে নিজের সত্তাকে রাঙ্গিয়ে নিই।