নক্ষত্রের রাতের মত,
স্থির চিত্র যেন এ শহর, ব্যাস্ততার বুননে
কত সহস্র গল্পের সূচনা আর সমাপ্তির নির্মোহ কথনে।
এ শহর - প্রতিধ্বনি শোনায়, প্রতিচ্ছবি দেখায়, ভাবায়
হৃদয় ভেঙে দেয় আবার কিছু সময় আনন্দে ভাসায়
হারিয়ে যাওয়া তোমাকে হঠাৎ অনুভব করায় ।
নিয়ন আলোতে এ শহরের প্রতিটি ধূলিকণা যেন
বিজ্ঞ বিদ্বাণের ব্যঞ্জনা শোনায় প্রতিটি শব্দ মুহুর্তে
এখানে তুমি আছ, আমি আছি
নিস্বাসের প্রতিটি বাতাস যেন আমাদের ছুয়ে দেয় বারবার
স্তব্ধ রাতে যেন বুকের অরণ্যে জোনাকির হাহাকার।
তোমায় অনেক আগেই ভুলে গেছি পরিচিত মহলে
কিন্তু তুমি যেন ঘাপটি মেরে লুকিয়ে আছ
আবার কোন স্থানে, কোন সময়ে, কোন শরীরে
সত্যর মুখোমুখি হয় কিছু সময়ের কোলাহলে।
স্বপ্নের ভিন্নতা আর বাস্তবতার পরিক্ষা,
তোমার ছবিকে দূর করে দিয়েছে চোখ থেকে
তাইতো এ শহরে আর নিয়ন আলোয় হাটি না
আকাশের দিকে তাকিয়ে
নক্ষত্রের হিসেব আর করি না।